ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বরূপে ফিরতে আত্মবিশ্বাসী ডিপাই

প্রকাশিত: ০৫:৩৬, ১২ নভেম্বর ২০১৫

স্বরূপে ফিরতে আত্মবিশ্বাসী ডিপাই

স্পোর্টস রিপোর্টার ॥ পিএসভি আইন্দোভেন ছেড়ে চলতি মৌসুমেই প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মেম্পিস ডিপাই। রেড ডেভিলদের জার্সিতে ইতোমধ্যে ৮ ম্যাচ খেলেও ফেলেছেন তিনি। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই ডাচ্ স্ট্রাইকার। এই সময়ের মধ্যে ম্যানইউর হয়ে প্রতিপক্ষের জালে মাত্র ১ বার বল জড়াতে সক্ষম হন তিনি। তাই বছরের শেষদিকে এসেই কিছুটা সমালোচনার মধ্যে পড়তে হয় তাকে। কিন্তু ২১ বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড় তা নিয়ে মোটেও চিন্তিত নন। বরং তার বিশ্বাস সঠিক সময়েই জ্বলে উঠবেন তিনি। সেজন্যই নিজেকে গড়ে তুলছেন নতুন করে। অনুশীলনেও করছেন কঠোর পরিশ্রম। লক্ষ্য একটাই, সাইড বেঞ্চে বসে না থেকে মূল একাদশে খেলা। এ বিষয়ে তিনি বলেন, ‘সাইড লাইনে বসে থাকতে আমি মোটেই অভ্যস্ত না। এর আগের ক্যারিয়ারে এমনটি কখনই হয়নি আমার। তবে এখন অনুশীলনে খুবই ভাল করছি আমি। নতুন একটি ক্লাবের হয়ে খেলছি এখন। এটা পুরোপুরি ভিন্ন আবহাওয়া, ভিন্ন দেশ যেখানে নিজেকে মিলিয়ে নিতে পারাটা খুবই কঠিন বিষয়।’ এরপরই বলেন নিজের আত্মবিশ্বাসের কথা। এ বিষয়ে হল্যান্ডের এই উইঙ্গার বলেন, ‘আমি আমার পথটা খোঁজে পেতে সব ধরনের চেষ্টাই করছি। এখানে শুরুতে বেশ ভালই খেলেছিলাম। কিন্তু এই মুহূর্তে কিছুটা পিছিয়ে পড়েছি। তবে নতুন শুরুর জন্যই কাজ করছি আমি।’ ইংলিশ প্রিমিয়ার লীগে যোগ দেয়ার আগে দীর্ঘ চার বছর খেলেছেন পিএসভি আইন্দোভেনের জার্সিতে। সেই সময় ৯০ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে গোল করেছেন ৩৯টি। রক্ষণভাগের খেলোয়াড় হওয়ার কারণে ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা নিয়মিতই প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। সেটা ডিপাই নিজেও বুঝেন। তাই তো এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ্ উইঙ্গার বলেন, ‘এই মুহূর্তে ম্যাচে খেলার জন্য আমি শতভাগ ফিট। তাই অনুশীলনেই আমাকে তা প্রমাণ করতে হবে। আমি একজন স্ট্রাইকার যে কারণে মানুষের প্রত্যাশাও আমি যেন নিয়মিত গোল করি।’ ২০১৩ সালে হল্যান্ডের জাতীয় দলে অভিষেক ঘটে ডিপাইয়ের। এরপর খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। ২০ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে মাত্র তিনবার বল জড়াতে সক্ষম হন তিনি। বর্তমানে ডাচ্ জাতীয় দলেও হুমকির মুখে ডিপাইয়ের স্থান।
×