ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেমিতে খেলার লক্ষ্যে মালয়েশিয়া গেল বাংলাদেশ দল

প্রকাশিত: ০৫:৩৯, ১২ নভেম্বর ২০১৫

সেমিতে খেলার লক্ষ্যে মালয়েশিয়া গেল বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৪-২২ নবেম্বর জুনিয়র এশিয়া কাপ হকির (ছেলেদের) অষ্টম আসর অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার কোয়ানতানে। এতে বাংলাদেশসহ ৮ দেশ অংশ নিচ্ছে। ৮ দলের মধ্যে সব থেকে নিচের র‌্যাঙ্কিংয়ের দল বাংলাদেশ। তবুও অন্তত টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশ অনুর্ধ ২১ জাতীয় হকি দল বুধবার রাত ১১টায় ঢাকা ত্যাগ করে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল। এর মধ্যে পুল ‘এ’তে রয়েছে ভারত, মালয়েশিয়া, জাপান ও চীন। পুল ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী হয়েছে কোরিয়া, পাকিস্তান এবং ওমান। জুনিয়র হকি এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য চারে থাকা। আর এই লক্ষ্য অর্জিত হলেই জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার স্বপ্নপূরণ হবে। দলে রয়েছেন অধিনায়ক অসীম গোপ, খোরশেদুর রহমান, সারোয়ার হোসেন ও রুম্মান সরকারের মতো জাতীয় দলের আট খেলোয়াড়। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। এছাড়া ১৫ ও ১৭ নবেম্বর ওমান ও কোরিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। সাবিনাদের ঘাম ঝরানো শুরু এসএ গেমস ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ দ্বাদশ সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস)’-এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অংশগ্রহণের লক্ষ্যে বুধবার থেকে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের চতুর্থ তলায় জাতীয় মহিলা ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে অনুশীলনও করেছে। এ উপলক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত ৪৪ খেলোয়াড় থেকে ২৩ খেলোয়াড় আবাসিক ক্যাম্পে অংশগ্রহণ করে।
×