ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানের গজনিতে হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৫৭, ১২ নভেম্বর ২০১৫

আফগানিস্তানের গজনিতে হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

আফগানিস্তানের গজনি প্রদেশের গজনিতে হাজারা সম্প্রদায়ের সাতজনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রায় দুই হাজার মানুষ। নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও দুইজন কিশোরী রয়েছেন। নিহতদের কারও কারও গলাকাটা ছিল। তবে কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসির। দেশটির দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে নিহতদের লাশ পাওয়া যায়। ওই অঞ্চলে তালেবান জঙ্গীদের বিবদমান পক্ষগুলোর মধ্যে কিছু দিন ধরে সহিংসতা বেড়েছে। তালেবানের একটি পক্ষ তাদের প্রতিপক্ষ গ্রুপের ওপর বিরল আত্মঘাতী হামলার দাবিও করেছে। বিক্ষোভকারীরা কফিন নিয়ে গজনিতে প্রতিবাদ মিছিল করে। তারা তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সেøাগান দেয় এবং সরকারের কাছে নিরাপত্তার দাবি জানায়। গজনিতে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের অনেক মানুষ বাস করেন। হাজারারা মূলত শিয়া মুসলিম। আলেপ্পোর বিমান ঘাঁটি আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো নগরীর সামরিক বিমান ঘাঁটি মঙ্গলবার নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা ওই ঘাঁটি দখল করে রেখেছিল। সিরিয়ায় রাশিয়ার বিমান অভিযান শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনী গুরুত্বপূর্ণ এ সাফল্য পেল। খবর এএফপির। আলেপ্পো কোয়াইরিস সামরিক বিমানবন্দরের অবরোধ ভেঙ্গে দিয়েছে সেনা সদস্যরা। সরকারপন্থী মিলিশিয়াদের সহায়তায় সৈন্যরা বিমান ঘাঁটি আইএসের কাছ থেকে দখলমুক্ত করে। একদল সৈন্য বিমানবন্দরের পশ্চিমদিকে আইএসের প্রতিরক্ষা বুহ্য ভেঙ্গে ফেলে ভেতরে ঢুকে পড়ে।
×