ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেলিফোনে সুচিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৮:১৬, ১২ নভেম্বর ২০১৫

টেলিফোনে সুচিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ায় দেশটির বিরোধীদলীয় নেত্রী আউং সান সুচিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে সুচির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনডিএল) বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়। খবর বাসসর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে তার সরকারী বাসভবন গণভবন থেকে সুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী তার সরকার, তার দল, বাংলাদেশের জনগণ, তার পরিবার ও তার ছোট বোন শেখ রেহানার পক্ষ থেকে সুচিকে অভিনন্দন জানান। সুচির সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেন, এ বিজয় আপনার দীর্ঘ সময়ের আত্মত্যাগ ও কষ্টের স্বীকৃতি। সুচি জানান, তিনি এখনও তার দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। শেখ হাসিনা বলেন, তিনিও বাংলাদেশে গণতন্ত্র টেকসই করার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা আরও বলেন, তার সরকার সুচিকে সব ধরনের সমর্থন দিয়ে যাবে। সুচি তাকে সমর্থন জানানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
×