ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে ৩৩৩ আসনের ফল ঘোষণা

প্রকাশিত: ০৮:১৭, ১২ নভেম্বর ২০১৫

মিয়ানমারে ৩৩৩ আসনের ফল ঘোষণা

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের সাধারণ নির্বাচনে এ পর্যন্ত ৩৩৩ আসনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইউইসি)। এর মধ্যে ৮৮টি হাউস অব রিপ্রেজেন্টেটিভের (নিম্নকক্ষ), ৩৩টি হাউস অব ন্যাশনালিটিজ (উচ্চকক্ষ) ও ২১২টি প্রাদেশিক সভার আসন। খবর ওয়েবসাইটের রবিবার অনুষ্ঠিত হয় মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। এদিন রাত থেকেই শুরু হয় ভোট গণনা। সোমবার স্থানীয় সময় বিকেল থেকে ফল ঘোষণা শুরু করে ইউইসি। নিম্নকক্ষের ঘোষিত ৮৮ আসনের মধ্যে ৭৮টিই গেছে নোবেল শান্তি পুরস্কার জয়ী আউং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) ঝুলিতে। ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) মাত্র ছয় আসনে জয় পেয়েছে। উচ্চকক্ষের ঘোষিত ৩৩ আসনের মধ্যে এনএলডি পেয়েছে ২৯টিতে জয়, আর ইউএসডিপির ঝুলিতে গেছে দুটি আসন। অপরদিকে, প্রাদেশিক সভার ২১২ আসনের ১৮৪টিতেই জয় পেয়েছে এনএলডি। ক্ষমতাসীন ইউএসডিপি পেয়েছে ১৭টিতে জয়। এ নিয়ে মিয়ানমারের তিন স্তরের সংসদে ২৯১ আসনে জয় পেল এনএলডি। বুধবার এনএলডি নেত্রী আউং সান সুচি তার নিজ আসনে জয় পেয়েছেন বলে ফল ঘোষণা করে ইউইসি।
×