ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে জয় দেখল উইন্ডিজ

প্রকাশিত: ০৮:৫৬, ১২ নভেম্বর ২০১৫

অবশেষে জয় দেখল উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা সফরে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার দ্বিতীয় ও শেষ টি২০ তে ড্যারেন সামির দল জিতল ২৩ রানে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ক্যারিবিয়রা। জবাবে ইনিংসের শেষ বলে ১৩৯ রানে অলআউট হয় লাসিথ মালিঙ্গার লঙ্কান শিবির। উইন্ডিজের হয়ে দিনেশ রামদিন ৩৪ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া জনসন চার্লস ৩৪, ডোয়াইন ব্রাভো ৩১, আন্দ্রে ফ্লেচার ২৩ রান করে আউট হন। স্বাগতিকদের হয়ে অধিনায়ক মালিঙ্গা ও নবীন মিলিন্দা শ্রীবর্ধনে নেন ২টি করে উইকেট। জবাবে শ্রীলঙ্কার হয়ে এক তিলকারতেœ দিলশানের হাফ সেঞ্চুরি ছাড়া আরও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ব্যক্তিগত ৫২ রানে আউট হন অভিজ্ঞ এই হার্ডহিটার ওপেনার। এছাড়া শিহান জয়সুরিয়ার ৩০ ও মিলিন্দার ১৫ উল্লেখ্য। সফরকারীদের হয়ে ব্রাভো ৪ ও রবি রামপল নেন ৩ উইকেট। সামি বাহিনীর এ জয়ে দুই ম্যাচের টি২০ সিরিজ ১-১ এ অমীমাংসিতভাবে শেষ হলো। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে লঙ্কানদের কাছে ‘হোয়াইটওয়াশ’ হয় ক্যারিবিয়রা স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ ১৬২/৬ (২০ ওভার), শ্রীলঙ্কা ১৩৯/১০ (২০ ওভার) ম্যাচসেরা ॥ ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) সিরিজ ॥ ১-১ এ অমীমাংসিত সিরিজসেরা ॥ দিলশান (শ্রীলঙ্কা)
×