ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাথাবিশিষ্ট কন্যা শিশুর জন্ম

প্রকাশিত: ০৮:৫৮, ১২ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাথাবিশিষ্ট কন্যা শিশুর জন্ম

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার একটি বেসরকারী ক্লিনিকে ফেরদৌসি বেগম (২৬) নামে এক গৃহবধূ দুই মাথাবিশিষ্ট একটি কন্যাশিশুর জন্ম দিয়েছেন। বুধবার রাতে শহরের স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে এই কন্যাশিশুর জন্ম হয়। ফেরদৗসি বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর উপেজলার মনতলা চৌমুহনী এলাকার মোঃ জামাল মিয়ার স্ত্রী। জামাল মিয়া জানান, বিকেল ৩টার দিকে তিনি তার সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে আসেন। পরে রাতে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও প্রসূতি বিভাগের কনসালটেন্ট ডাক্তার হালিমা নাজনীন মিলি ফেরদৌসির অস্ত্রোপচার করে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম দেন। এ বিষয়ে ডাক্তার হালিমা নাজনীন মিলি বলেন, অস্ত্রোপচার করার পর দুই মাথাবিশিষ্ট কন্যাশিশুর জন্ম হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন। তাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
×