ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলের ১১ চরে আমন ধান কাটা নিয়ে কৃষকরা শংকিত

প্রকাশিত: ১৮:২২, ১২ নভেম্বর ২০১৫

বাউফলের ১১ চরে আমন ধান  কাটা নিয়ে কৃষকরা শংকিত

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলের ১১টি চরে আর কয়েকদিন পরে শুরু হবে আমান ধান কাটা। এ বছর ওই সব চরে ধানের বাম্পার ফলন হলেও কৃষকরা নির্বিঘেœ ধান কেটে গোলায় তুলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে চরাঞ্চলে লাঠিয়াল-জোতদাররে আনাগোনা না থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় থেকে চরের কতিপয় প্রভাবশালীরা কৃষকের কষ্টার্জিত ধান কেটে নিয়ে যায়। এ বছরও আমন ধান কেটে নিতে তৎপর হয়ে উঠেছেন তারা। নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, কাছিপাড়া, ধূলিয়া , কেশবপুর, চন্দ্রদ্বিপ ও কালাইয়া ইউনয়নের চর রায় সাহেব, চর ব্যারেট, চর মিয়াজান, চর দিয়ারা কচুয়া, চর কচুয়া, চর ফেডারেশন, চর বাসুদেব পাশা, চর ঈশান, চর মমিনপুর, চর কারখানাসহ ১১টি চরে চলতি বছর প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে শুধু চর ব্যারেটে ১২শ’ একর বিরোধপূর্ণ জমি রয়েছে। এ বছর আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা আনন্দিত হলেও ধানকাটার সময় যত এগিয়ে আসছে তাদের আনন্দ ম্লান হতে শুরু করেছে। ওই সব চরের একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এ বছরও ধান লুটপাটের তৎপরতা শুরু হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমারা সরকারি নিয়ম অনুযায়ি খাস জমির অনুকুলে কৃষকদের ডিসিআর দিয়েছি। সে অনুযায়ি তারা ধান কটবেন। তবে অফিসের নামে কেউ টাকা আদায় করছে এমন কোন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×