ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যায় তামিল নাড়ুতে ২৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:২৩, ১২ নভেম্বর ২০১৫

বন্যায় তামিল নাড়ুতে ২৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ ভারতের তামিল নাড়ুর রাজ্যের কুদ্দালোরে জেলায় দুইদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা । মুখ্যমন্ত্রী বলেন, চেন্নাই থেকে ২৩০ কিলোমিটার দূরে কুদ্দালোরে জেলায় বন্যার কারণে ২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সেখানে ত্রাণ তৎপরতা পুরোদমে চলছে বলে জানিয়েছেন তিনি। বন্যায় প্রাণহারাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে চারলাখ রূপি করে দেওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যার কোনো আনুষ্ঠানিক সরকারি অফিসিয়াল পরিসংখ্যান এখনো জানা সম্ভব হয়নি। বেসরকারিভাবে বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী প্রায় ৪০ জন মানুষ বন্যায় মারা গেছেন বলে জানা গেছে।
×