ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গরু বির্তকে পদক ফিরিয়ে দিচ্ছেন বিজ্ঞানী ভার্গব

প্রকাশিত: ১৮:৩১, ১২ নভেম্বর ২০১৫

গরু বির্তকে পদক ফিরিয়ে দিচ্ছেন বিজ্ঞানী ভার্গব

অনলাইন ডেস্ক ॥ ভারতে গরুর মাংস খাওয়া বির্তককে কেন্দ্র করে পদ্মভূষণ পদক ফিরিয়ে দিচ্ছেন দেশটির ইনস্টিটিউট অফ সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির প্রতিষ্ঠাতা বিজ্ঞানী পিএম ভার্গব। গরু মাংস বন্ধের জন্য হিন্দুত্ব ব্রিগেড যে তৎপরতা চালাচ্ছে তার কঠোর সমালোচনা করে একে ‘প্রচণ্ড মুর্খতা’ বলেছেন দেশটির শীর্ষ পর্যায়ের বিজ্ঞানী পিএম ভার্গব। পদক ফিরিয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি বলেন, “দয়া করে চরকা সংহিতা পড়ুন, মনোযোগ দিয়ে এর সূত্রগুলো দেখুন-রোগ নিরাময়ে ওষুধ হিসেবে গরুর মাংস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের অন্যতম গ্রন্থ চরকা। আয়ুর্বেদ চিকিৎসকরা চরকা সংহতির দ্বারস্থ হন। সংখ্যালঘু ও মুক্তমনা লেখকদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণের ঘটনা হতাশা প্রকাশ করেছেন ভার্গব। উগ্র হিন্দুত্ববাদের উত্থানের প্রতিবাদ জানিয়ে সম্প্রতি লেখক-চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যোগ দিয়ে পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানালেন তিনি।
×