ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ত্রিশ দিনের মধ্যে পদ্মাপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

প্রকাশিত: ১৯:২৩, ১২ নভেম্বর ২০১৫

ত্রিশ দিনের মধ্যে পদ্মাপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

স্টাফ রির্পোটার ॥ মুন্সীগঞ্জ ও মাদারীপুর জেলাধীন পদ্মাপাড়ের সব অবৈধ স্থাপনা ত্রিশ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানির সময় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মুন্সীগঞ্জ ও মাদারীপুরের ডিসি ও এসপিকে আদালতের এ নির্দেশনা পালন করে আগামী ১৩ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রিট আবেদনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান। ‘পদ্মাপাড়ের অবৈধ স্থাপনা’ নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে গত ২ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে।
×