ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারী র‌্যাবের অভিযানে দুই লাখ টাকার জালনোটসহ আটক ১

প্রকাশিত: ১৯:৩১, ১২ নভেম্বর ২০১৫

নীলফামারী র‌্যাবের অভিযানে দুই লাখ টাকার জালনোটসহ আটক ১

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ উত্তরের নীলফামারীর বিভিন্ন এলাকায় বাংলাদেশের এক হাজার টাকার জাল নোট ছেয়ে যেতে শুরু করেছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি চক্র এই জালটাকার নোট ছড়িয়ে দিচ্ছে। এদের আটকে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা এখন মাঠে নেমেছে। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান জানান ইতোমধ্যে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে এক হাজার টাকার নোটের তিন লাখ ৫৬ হাজার জাল নোট উদ্ধার এবং দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। সুত্রমতে বুধবার (১১ নবেম্বর) সন্ধ্যায় এক অভিযানে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মিশন বাজার মোড় থেকে ওই উপজেলার মোমিনপুর ইউনিয়নের পূর্ব মোমিনপুর হজরতপুর গ্রামের আলতাফ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছে এক হাজার টাকার ২১০টি জালনোট উদ্ধার করা হয়। আলতাফ ওই গ্রামের আহসান উদ্দিনের ছেলে।আটক আলতাফের বিরুদ্ধে পার্বতীপুর থানায় মামলার পর দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
×