ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে শিশু শ্রম ও শিক্ষা বিষয়ে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ২১:৪৫, ১২ নভেম্বর ২০১৫

দুর্গাপুরে শিশু শ্রম ও শিক্ষা বিষয়ে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর(নেত্রকোনা)॥ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাথে সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজড ফ্যামিলিজ (সাফ) এর সহযোগিতায় শিশু শ্রম নিরসন ও শিক্ষায় শ্রমজীবি শিশুদের অংশগ্রহনের বিষয়ে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপি এই মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন শিশু ক্লাব প্রতিনিধি, অভিভাবক, কমিউনিটি ওয়াচ গ্রুপের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাবৃন্দ। ইউপি চেয়ারম্যান সাইদুর রহমার পাঠান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাফ এর এডুকেশান স্পেশালিষ্ট মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। আলোচনায় অংশ নেন শিশু প্রতিনিধি মোঃ হৃদয় মিয়া, নার্গিস বেগম, হাফসা আক্তার, জেসমিন আক্তার, মোঃ কেফায়েতুল্লা, বকুল মিয়া, অভিভাবক আনোয়ারা বেগম, ফজিলা খাতুন, কমিউনিটি ওয়াচ গ্রুপ এর প্রতিনিধি আহাম্মদ হুসেন, মোছলেম উদ্দিন , বাবুল মিয়া,মোঃ আব্দুর রেজ্জাক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাফ এর এরিয়া কোঅর্ডিনেটর নিতাই সাহা।
×