ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে সাড়ে ৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত: ২১:৫১, ১২ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জে সাড়ে ৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে ৪ লাখ ৫৬ হাজার ৩শ’ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৪ নবেম্বর জেলার ১৩টি উপজেলায় ২ হাজার ৯২৬টি স্পটে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান এ তথ্য জানান। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে নাছিম, সাংবাদিক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, নূর মোহাম্মদ, সাইফউদ্দীন আহমেদ লেনিন, রুহুল আমিন জুয়েল প্রমুখ। সিভিল সার্জন জানন, ক্যাম্পেইন সফল করতে ২১ হাজার ৮৪৬ জন কর্মী মাঠে নিয়োজিত থাকবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো প্রতিক্রিয়া না থাকায় এ বিষয়ে কারো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। তিনি শিশুদের ক্যাম্পসুল খাওয়ানো বিষয়ে সবাইকে সচেতনতায় এগিয়ে আসার আহ্বান জানান।
×