ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে কলকাতার নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ২১:৫৩, ১২ নভেম্বর ২০১৫

পার্বতীপুরে কলকাতার নাটক মঞ্চস্থ

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর ॥ পার্বতীপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘরের নিজস্ব মঞ্চে কলকাতা প্রেক্ষাপট নাট্যগোষ্টির দুইদিনব্যাপী নাটক মঞ্চায়ন বুধবার রাত ১০ টায় শেষ হয়েছে। রংপুর নাট্য কেন্দ্রের আমন্ত্রনে প্রেক্ষাপট নাট্যগোষ্টি ৫ নভেম্বর কলকাতা থেকে সরাসরি রংপুরে আসেন। রংপুর টাউন হল,দিনাজপুর নাট্য সমিতি ও শেষে পার্বতীপুরে নাটক করে তারা আজ বৃহস্পতিবার সকালে সড়ক পথে কলকাতা রওয়ানা হয়েছেন। বিদায় মূহুর্তে নাট্যদলের সকল কলা-কুশলী পার্বতীপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। এ সময় প্রগতি সংঘের সভাপতি আনোয়ারুল হক, সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও নাট্যমোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিজিৎ গাংগুলী, প্রদীপ মালাকার,শান্তনু ব্যানার্জি ও অঞ্জন মিত্র মজুমদার নাট্যদলের এই ৪ কর্মকর্তা উপস্থিত সাংবাদিদের সাথে আলাপচারিতায় বলেছেন নাটক নিয়ে বাংলাদেশে আসা তাদের এই প্রথম। আয়োজকদের আতিথিয়তায় তারা মুগ্ধ। মনেই হয়নি তারা বিদেশে এসছেন। প্রশাসনিক ক্ষেত্রে সীমান্তে ব্যারিকেড থাকলেও বন্ধুপ্রতিম দুদেশের মানুষের আত্মা এক ও অভিন্ন। বর্তমান প্রেক্ষাপটে সাংস্কৃতিক মেলবন্ধনে দেশান্তরের সকল বন্ধন ছিন্ন হয়ে সাংস্কৃতিক অঙ্গন মিলেমিশে একাকার হয়ে গেছে।
×