ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রিসকে ঋণ দিতে এখনই সিদ্ধান্ত নয়- ইউরোগ্রুপের প্রেসিডেন্ট

প্রকাশিত: ২২:০৪, ১২ নভেম্বর ২০১৫

গ্রিসকে ঋণ দিতে এখনই সিদ্ধান্ত নয়- ইউরোগ্রুপের প্রেসিডেন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোজোনের অর্থমন্ত্রীরা গ্রিসকে আরও ২শ' কোটি ইউরো ঋণ দেয়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়েছেন ইউরোগ্রুপের প্রেসিডেন্ট ইয়োরান দাইসোব্লুম। ইউরোজোনের দেয়া শর্তগুলোর বেশিরভাগই গ্রিস এখনও বাস্তবায়ন করতে পারেনি। এরমধ্যে গুরুতর হয়ে দেখা দিয়েছে মন্দ ঋণ। এ কারণে দরিদ্র পরিবারগুলো বসতবাড়িও হারাতে বসেছে। তাই ইউরোজোনের শর্তগুলোর মধ্যে গ্রিস এ পর্যন্ত কতগুলো শর্ত পালন করেছে, ব্যাংকগুলোর অবস্থা কেমন বা দেউলিয়াত্ব ঠেকাতে গ্রিস কতটুকু সফল হয়েছে, এসব বিষয় পর্যালোচনা করেই গ্রিসকে বাকি ঋণের অর্থ দেয়া হবে বলে জানান ইয়োরান দাইসোব্লুম। সম্প্রতি ব্রাসেলসে গ্রিসের অগ্রগতি নিয়ে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে তৃতীয় দফায় ঋণ সহায়তা দেয়ার ব্যাপারে আলোচনা হয়।
×