ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

প্রকাশিত: ২২:১২, ১২ নভেম্বর ২০১৫

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফাস্টফুড কোম্পানির কর্মচারীরা। এরপরই তাদের দাবি অনুযায়ি ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করার সিদ্ধান্ত নেয় নিউইয়র্কের গভর্নর এন্ড্রিউ কুমো। এর আগে মজুরি বাড়ানোর দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যানার হাতে র‌্যালির মধ্য দিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আগামী ২০১৮ সালে এ সিদ্ধান্ত কার্যকর হবে শুধু নিউইয়র্কে আর ২০২১ সালের মধ্যে পুরো যুক্তরাষ্ট্রে কার্যকর হবে । এখনও যুক্তরাষ্ট্রের অনেক শহরে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ ডলার ২৫ সেন্ট।
×