ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ২২:২১, ১২ নভেম্বর ২০১৫

গাইবান্ধায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামের এক যুবতীকে (১৭) এসিড নিক্ষেপের দায়ে আব্দুল খালেক (৩১) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গাইবান্ধা জেলা ও দায়রা জজ এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল’র বিচারক রাশেদা সুলতানা বৃহ¯পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেকের একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামের জনৈক ব্যক্তির দু’মেয়ে ২০০৭ সালের ৬ নভেম্বর রাতে নিজ ঘরে ঘুমাতে যান। এ সময় আব্দুল খালেক কৌশলে ঘরের দরজা খুলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ওই যুবতীর মুখ, বুক ও পিঠের অংশ এবং তার বোনের ঘাড় ও পিঠের অংশ ঝলসে যায়। ওই ঘটনায় ওই যুবতীর মা বাদী হয়ে সদর থানায় ৭ নভেম্বর আব্দুল খালেককে আসামি করে এসিড নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আবদুল খালেককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
×