ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তেল পরিশোধনে নতুন ইউনিট বসাবে বিপিসি

প্রকাশিত: ২২:২২, ১২ নভেম্বর ২০১৫

তেল পরিশোধনে নতুন ইউনিট বসাবে বিপিসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি তেল পরিশোধনের জন্য ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের নতুন একটি ইউনিট স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন(বিপিসি)। ২০১৮ সালে নতুন ইউনিটটি চালু হবে। এতে তেল পরিশোধনের সক্ষমতা আরও ১৬ লাখ টন বেড়ে ৩০ লাখ টনে হবে। এ উপলক্ষে বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সঙ্গে ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান টেকনিপের এক চুক্তি সাক্ষরিত হয়। দেশে গ্যাসের মজুদ কমছে উল্লেখ করে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ভবিষ্যতে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে জ্বালানি তেলের ওপর নির্ভরতা বাড়বে। এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নতুন পরিশোধন ইউনিট-টি চালু হলে বাংলাদেশ যেকোন দেশ থেকেই অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে পরিশোধিত তেল রফতানি করতে পারবে।
×