ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন সাজে সাজছে ইবি

প্রকাশিত: ২২:৩৯, ১২ নভেম্বর ২০১৫

নতুন সাজে সাজছে ইবি

ইবি সংবাদদাতা ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বর্ণীল সাজে সেজেছে পুরা ক্যাম্পাস। পাল্টে গেছে ক্যাম্পাসের বাহ্যিক রূপ। প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্তবাংলা, ডায়না চত্ত্বর, সকল অনুষদ ভবন এবং সকল আবাসিক হলসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গা। কেটে ফেলা হয়েছে সকল ঝোপ-ঝাড়। রঙ-বিরঙে সাজানো হচ্ছে বিভিন্ন ভবন ও স্থাপনা। নবীণদের কাছে ক্যাম্পাসকে সুন্দর রূপে উপস্থাপন করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রশাসনের কর্তাব্যাক্তিসহ শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাসের যেন নতুনদের বরণ করার জন্য প্রস্তুত। এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসের বিএনসিসি এবং রোভার স্কাউটের পাশাপাশি থাকছে র‌্যাব-পুলিশের সদস্যরা। পরীক্ষা চলাকালীন সময়ে যে কোন ধরনের অপরাধ দমনের জন্য সর্বদা মনিটরিং করবে মোবাইল কোর্ট। দুর্নীতি রুখতে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে থাকছে সিসি ক্যামেরা এবং মেটাল ডিটেক্টর। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, “আমারা এসকল কাজ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বোধ থেকে করেছি। আশা করছি শুক্রবারের মধ্যে সকল আয়োজন সম্পন্ন করতে পারব। আর যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।”
×