ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দরপতন থেকে বের হয়ে আসলো পুঁজিবাজার

প্রকাশিত: ২২:৫১, ১২ নভেম্বর ২০১৫

দরপতন থেকে বের হয়ে আসলো পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে ধারাবাহিক দরপতন থেকে বের হয়ে আসলো দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারে ডিএসইতে ৩০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি টাকা বা ১৯ দশমিক ৩৫ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৫৫ কোটি টাকার শেয়ার। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- তিতাস গ্যাস ট্রান্সমিসন, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস, কেডিএস এক্সেসরিজ, ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড এবং আমান ফিড লিমিটেড। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৫৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটোস, তিতাস গ্যাস, বে´িমকো, ইউনাইটেড এয়ার, কেডিএস এক্সেসরিজ, শাহজিবাজার পাওয়ার, বে´িমকো ফার্মা, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার টেক ও ইউনাইটেড পাওয়ার।
×