ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে বিভিন্ন কর্মসূচী

প্রকাশিত: ২২:৫৫, ১২ নভেম্বর ২০১৫

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে বিভিন্ন কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ সমকালীন বাংলা সাহিত্যের জননন্দিত লেখক ও নির্মাতা প্রয়াত হুমায়ুন আহমেদের ৬৭তম জন্মদিন উপলক্ষে আগামী কাল শুক্রবার তার পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে দিনব্যাপী হুমায়ন মেলা অনুষ্ঠিত হবে। হুমায়ূন আহমেদের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ কর্তৃপক্ষ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম বারের মতো এ মেলার আয়োজন করেছে। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান জানান, সকাল ৯টায় হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মেলার কর্মসূচী শুরু হবে। এরপর যৌথভাবে মেলার উদ্বোধন ঘোষণা করবেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান আহমেদ। পরে ধারবাহিকভাবে র‌্যালি, কেক কাটা, চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা এবং কোরানখানি অনুষ্ঠিত হবে। বিকাল থেকে রাত পর্যন্ত চলবে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক, প্রদীপ প্রজ্জ্বলন, হুমায়ূন আহমেদের চলচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বাউল গান। হুমায়ূন মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে হুমায়ূন আহমেদের বইসহ বিভিন্ন পণ্যের বেশকিছু স্টল বসেছে। এদিকে হুমায়ূন আহমেদের জন্মস্থান (নানার বাড়ি) মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামেও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি, মিলাদ মাহফিল এবং কেক কাটার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তার মামা স্থানীয় পৌরসভার মেয়র মাহাবুবুন্নবী শেখ। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নবেম্বর এই গ্রামের শেখবাড়িতে জন্মগ্রহণ করেন। এছাড়াও কেন্দুয়া উপজেলা সদরে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ এবং চর্চা’র উদ্যোগে এবং নেত্রকোনা শহরে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের ব্যানারে র‌্যালি, আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
×