ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে কারেন্ট জাল আটক করে পুড়িয়ে দেওয়া হলো

প্রকাশিত: ২৩:২০, ১২ নভেম্বর ২০১৫

ঈশ্বরদীতে কারেন্ট জাল আটক করে পুড়িয়ে দেওয়া হলো

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার দুপুরে পাকশী পদ্মা নদী ও সাঁড়া ঘাট এলাকায় অবৈধ কারেন্ট জাল আটক অভিযান চালানো হয়। দীর্ঘদিন থেকে পদ্মা নদীতে ঝাটকা নিধনের অভিযোগে সহকারি কমিশনার ভূমি জাহিদ নেওযাজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় নদীতে কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি কালে প্রায় চার হাজার মিটার দীর্ঘ সাতটি কারেন্ট জাল ও তিনটি বেড় জাল আটক করা হয়। অভিযান টের পেয়ে প্রায় ১’শ কেজি দেড় থেকে দুই ইঞ্চি সাইজের ইলিশের পোনা নিয়ে কয়েকজন জেলে নৌকা যোগে পালিয়ে যায়। আটককৃত জালের মূল্য প্রায় দশ লাখ টাকা। পরে আটককৃত কারেন্ট জাল উপজেলা চত্বরে আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয় । এ সময় অনেক জেলেকে জাল না পোড়ানোর জন্য কাকুতি মিনতি করতে দেখা যায়।
×