ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হাসপাতালে গিয়ে ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি নিরাপত্তা বাহিনী

প্রকাশিত: ২৩:৫১, ১২ নভেম্বর ২০১৫

হাসপাতালে গিয়ে ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি নিরাপত্তা বাহিনী

অনলাইন ডেস্ক ॥ পশ্চিম তীরের একটি হাসপাতালে ঢুকে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশী এজেন্ট। নিহত ফিলিস্তিনির নাম আবদুল্লাহ আজম শালালদেহ (২৭)। অক্টোবরের শেষ দিকে ইসরায়েল-বিরোধী একটি হামলায় (নাইফ অ্যাটাক) জড়িত সন্দেহে তাকে হত্যা করা হয়। বুধবার রাতে পশ্চিম তীরের হেভরন হাসপাতালে ঢুকে এ হত্যাকাণ্ড চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ‘শিন বেত’র ওই ছদ্মবেশী এজেন্ট। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীটির পক্ষ থেকে ‘অভিযান’ চালানোর কথা স্বীকার করে বলা হয়, গ্রেফতার অভিযানে বাধা দিতে গত ২৫ অক্টোবরে যে নাইফ অ্যাটাক চালানো হয়, তার সঙ্গে জড়িত সন্দেহ আজম শালালদেহকে গুলি করা হয়। আজম শালালদেহ একটি ‘হামাস পরিবারের’ সদস্য বলেও দাবি করা হয় শিন বেতের পক্ষ থেকে।
×