ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শহীদ-সাকলাইনে বাংলাদেশ ‘এ’ দলের জয়

প্রকাশিত: ২৩:৫৩, ১২ নভেম্বর ২০১৫

শহীদ-সাকলাইনে বাংলাদেশ ‘এ’ দলের জয়

অনলাইন ডেস্ক ॥ মোহাম্মদ শহীদ ও সাকলাইন সজীবের বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ১৪ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এরই সুবাদে দু’টি চারদিনের ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। স্কোর: বাংলাদেশ ‘এ’ – ২৬৮ ও ২১১ জিম্বাবুয়ে ‘এ’ – ৩৩৬ ও ১২৯ বৃহস্পতিবার হারারেতে তৃতীয় দিনের করা তিন উইকেটে ২১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে ‘এ’ দল। তবে শহীদের বোলিং তোপে ভিসু সিবান্দা (১৫) ও ডোনাল্ড তিরিপানোর (১৫) বিদায়ে ৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমত ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকেই সাজঘরে ফেরান ২৭ বছর বয়সী এ পেসার। শহীদের পর সাকলাইন সজীবের স্পিন ভেল্কিতে দ্রুতই আরো তিন উইকেট হারায় জিম্বাবুয়ে ‘এ’ দল। স্কোরলাইন দাঁড়ায় ৫৯/৮। তবে রায়ান বার্লের ব্যাটে জয়ের সুবাসই পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু, ভিক্টর এনইয়াচিকে (১৬) কট এন্ড বোল্ড করে টাইগারদের জয়ের উল্লাসে ভাসান অধিনায়ক শুভাগত হোম। অন্য প্রান্তে ৩৬ রানে অপরাজিত থাকেন রায়ান। সফরকারীদের হয়ে বাকি উইকেটটি নেন লেগস্পিনার তাইজুল ইসলাম। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ২৬৮ রানের জবাবে ৩৩৬ রান তুলে ৬৮ রানের লিড নেয় জিম্বাবুয়ে ‘এ’ দল। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ২১১ রানে সবকটি উইকেট হারায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানে অপরাজিত থাকেন মিডল অর্ডারে নামা নুরুল হাসান। আগামী ১৫ নভেম্বর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।
×