ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ৫ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ২৩:৫৫, ১২ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ৫ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের পাঁচ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। লুটে নেয়া হয়েছে স্বর্ণাংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিস পত্র। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ৫ ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে বাবুল (৩৬) নামে এক ব্যক্তিকে ঢাকা সিটি হাসপাতালের ভর্তি করা হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার রাত একটার দিকে উপজেলার কামারগাও নয়াবাড়ী এলাকার মুনিপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই পাড়ার বাবুল (৩৬), শরৎ (৩৪), বলাই (৬০), সোনাই (২৮) ও গোবিন্দ (৫৫) এর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। গোবিন্দ মুনি দাসের স্ত্রী পার্বতী মুনি জানান, রাত একটার দিকে ৩৫/৪০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে প্রবেশ করে কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে আতঙ্ক তৈরি করে। এরপর ডাকাতরা প্রথমে বাবুল মুনির দোতলা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে এবং তার স্ত্রী রিনা মুনিকে নির্যাতন করে ১৬ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে একই ষ্টাইলে ডাকাতরা শরৎ মুনি, বলাই মুনি, সোনাই মুনি ও গোবিন্দ মুনির ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে এবং তাদের কুপিয়ে জখম করে। এ সময় গোবিন্দ মুনির স্ত্রী পাবর্তী (৪৮), বলাই মুনির স্ত্রী সুচিত্রা (৪৫) ও তার নাতি সূর্যকে (৪) মারধর করে। পরে ডাকাতরা শরৎ মুনির ঘর থেকে নগদ ১১ ভড়ি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা, বলাই মুনির ঘর থেকে ৬ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা, গোবিন্দ মুনির ঘর থেকে ২ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা এবং সোনাই মুনির ঘর থেকে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশ-পাশের লোকজন এসে আহতদরেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে দোহার উপজেলার ফুলতলা ক্লিনিকে ও পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পাঠায়। এ ঘটনায় মুনি পাড়ার প্রায় ৩৫ টি সংখ্যা লঘু পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে। ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, ডাকাতির মামলা প্রক্রিয়াধীন আছে।
×