ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমারে পাচার করতে আনা ৭’শ বস্তা সার জব্দ চকরিয়ায়

প্রকাশিত: ০০:০৭, ১২ নভেম্বর ২০১৫

মিয়ানমারে পাচার করতে আনা ৭’শ বস্তা সার জব্দ চকরিয়ায়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারে পাচার করতে আনা সাত’শ বস্তা ইউরিয়া ও টিএসপি সার জব্দ ও পরে নিলামে বিক্রি করেছে চকরিয়া উপজেলা প্রশাসন। বুধবার বৈধ কাগজপত্র বিহীন সারভর্তি দুইটি ট্রাক জব্দ করে বৃহস্পতিবার প্রকাশ্যে নিলাম দিয়ে ৫লাখ ৯০ হাজার টাকা সরকারী কোষাগারে জমা করেছে উপজেলা কৃষি কর্মকর্তা। একই সঙ্গে অবৈধ সার পরিবহনের অভিযোগে দুটি ট্রাক মালিককে অর্থ দন্ড দিয়েছে। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আতিক উল্লাহ খবর পেয়ে চিরিঙ্গা পুরাতন বাসস্টেশনের সার ডিলার মেসার্স ছরওয়ার আলম এন্ড সন্সের গুদামের সামনে থেকে গাড়ি দুটি জব্দ করেন। চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সরকারি অনুমোদন ছাড়া পুর্ববড় ভেওলা ইউনিয়নের সার ডিলার মেসার্স ছরওয়ার এন্ড সন্স ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ওসব সার এনে চকরিয়ায় গোপনে চোরাচালানিদের কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। জনকণ্ঠের চকরিয়া সংবাদদাতা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে সার নিলাম কার্যক্রম অনুষ্টিত হয়েছে।
×