ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমপি রানাকে গ্রেফতারে বাধা নেই

প্রকাশিত: ০০:৫৫, ১২ নভেম্বর ২০১৫

এমপি রানাকে গ্রেফতারে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা ফারুক হত্যার মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং তার ছোট ভাই পৌর মেয়র শহিদুর রহমান মুক্তিকে গ্রেফতার বা হয়রানি না করা সংক্রান্ত হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপীল বিভাগ। এই আদেশের ফলে এমপি রানা ও তার ভাইকে গ্রেফতারে বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ১৪ জুলাই রানার পক্ষে করা এক আবেদনের শুনানি শেষে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেয় হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তা শুনানির পর এই আদেশ দেয় আপীল আদালত। আদালতে রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
×