ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ চুক্তিতে ইউ রাষ্ট্রদূতের সন্তোষ

প্রকাশিত: ০১:৫২, ১২ নভেম্বর ২০১৫

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ চুক্তিতে ইউ রাষ্ট্রদূতের সন্তোষ

কূটনৈতিক রিপোর্টার ॥ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের চুক্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যু। এই চুক্তি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে গভীর অংশীদারী সম্পর্কের প্রতীক বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে পাঠানো এই বিবৃতিতে পিয়েরে মায়াদ্যু বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে বুধবার বাংলাদেশ সরকারের সঙ্গে থ্যালেস এলিনিয়া স্পেসের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইউরোপীয় এই কোম্পানি বাংলাদেশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্থাপনে সহায়তা দেবে। ইউরোপীয় প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করবে। স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশে বহুমুখী সুবিধার দুয়ার উম্মোচন হবে। স্যাটেলাইট চুক্তি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে গভীর অংশীদারি সম্পর্কের প্রতীক বলেও তিনি মন্তব্য করেন।
×