ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২ কোটি ১৪ লাখ শিশুকে কাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত: ০৪:৩৮, ১৩ নভেম্বর ২০১৫

২ কোটি ১৪ লাখ শিশুকে কাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন উদ্যাপিত হবে কাল শনিবার। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেনের মাধ্যমে সারাদেশে প্রায় ২ কোটি ১৪ লাখেরও অধিক শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এদেশে সকল ধরনের মৃত্যুর হার প্রায় ২৪ ভাগ শিশুমৃত্যু রোধ করা সম্ভব। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। কাঁচি দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কেটে এর ভেতরে থাকা তরল ওষুধ চিপে খাওয়ানো হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ক্যাম্পেনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোঃ নূর হোসেন তালুকদার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন উদ্যাপিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৩ জন প্রশিক্ষিত সেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে। তবে দুর্গম এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন সফল করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন পর্যালোচনার জন্য ক্যাম্পেনের দিন প্রতিটি উপজেলায়, জেলায় ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা থাকবে। ভিটামিন ‘এ’ খাওয়ানোর সঙ্গে সঙ্গে একটি স্বাস্থ্যবার্তাও সকলকে পৌঁছে দেয়া হবে ঃ ‘জন্মের পর পূর্ণ ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর জন্য সকলকে বলুন।’ সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনস্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বর্তমান সরকার। স্বাস্থ্যখাতে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সাড়ে ১২ হাজার কম্যুনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমেছে, অনুর্ধ ৫ বছর বয়সী শিশুর ও নবজাতকের মৃত্যুহার যথাক্রমে হাজারে ৫৩ ও হাজারে ৪৩ (জীবিত জন্মে) নেমে এসেছে। অপুষ্টির হার কমেছে, খর্বতা ৪৩ শতাংশ থেকে ৪১ শতাংশে এবং কম ওজন ৪১ শতাংশ থেকে ৩৬ শতাংশে নেমে এসেছে। শিশুদের শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর হার বেড়েছে, যা বর্তমানে শতকরা প্রায় ৬৪ ভাগে উন্নীত হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের হার শতকরা ১ ভাগের নিচে নেমে এসেছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। শুধু বছরে ২ বার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ১৯৮২ সালে যেখানে বছরে শতকরা ৩.৭৬ জন শিশু রাতকানা রোগে আক্রান্ত হতো, এখন সেখানে এ হার শতকরা ০.০৪ ভাগে নেমে এসেছে। এটা সম্ভব হয়েছে সরকার পরিচালিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন এবং সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের কারণে। সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বছরে ২ বার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুদের আমরা রাতকানা, অন্ধত্ব, অপুষ্টি ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে পারি। হামজনিত মৃত্যুর হার ৫০ শতাংশ এবং ডায়রিয়াজনিত মৃত্যুর হার ৩৩ শতাংশ কমিয়ে আনা সম্ভব।
×