ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনালি আঁশের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৮:১৩, ১৩ নভেম্বর ২০১৫

সোনালি আঁশের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালি আঁশ লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি দায় হয়েছে ০.৬০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২৩.৯৫ টাকা। ঘোষিত লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নবেম্বর। উল্লেখ্য, ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সোনালি আঁশ গত অর্থবছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৬০ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছিল ২২৫.৫৮ টাকা এবং এনওসিএফপিএস হয়েছিল ১৫.৫৩ (নেগেটিভ)। -অর্থনৈতিক রিপোর্টার ইপিএস বেড়েছে প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিকে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ৭৬ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×