ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাচিপের জাতীয় সম্মেলন ও নির্বাচন আজ

প্রকাশিত: ০৮:৪৫, ১৩ নভেম্বর ২০১৫

স্বাচিপের জাতীয় সম্মেলন ও  নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চতুর্থ জাতীয় সম্মেলন ও নির্বাচন আজ শুক্রবার। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন নিয়ে স্বাচিপ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকলেও দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্ধারণে (সভাপতি ও মহাসচিব) সরাসরি ইলেকশন, নাকি সিলেকশন হবে তা নিয়ে ব্যাপক কানাঘুষা চলছে। গত এক সপ্তাহ ধরে সারাদেশে বিভিন্ন সভা, সেমিনার, আলোচনাসহ নানা কর্মসূচীর মাধ্যমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন চিকিৎসক নেতাকর্মীরা। বেড়েছে নির্বাচনী উত্তাপ। সম্মেলন সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মেলনস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নির্বাচন নিয়ে দু’পক্ষেরই তীব্র মতবিরোধ থাকলেও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের নির্দেশনা দেবেন তা মাথা পেতে নিতে সকলেই রাজি আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্বাচিপের নির্বাচন পরিচালনার লক্ষ্যে ডাঃ সিএম দেলওয়ার রানাকে চেয়ারম্যান, ডাঃ মোসাদ্দেক আহমেদকে সদস্যসচিব ও অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল খানকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
×