ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়নি ॥ কারণ বৃষ্টি

প্রকাশিত: ২০:৩৯, ১৩ নভেম্বর ২০১৫

 ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়নি ॥ কারণ বৃষ্টি

অনলাইন ডেস্ক॥ বৃষ্টির কারনে একদিন পিছিয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের হাই ভোল্টেজ এই ম্যাচি আজ হওয়া কথা ছিল। তবে ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এদিকে, স্বাগতিক আর্জেন্টিনা শিবিরে নেই স্বস্তি। ইনজুরির কারণে এমনিতেই দলে নেই লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো। তার ওপর সর্বশেষ কার্লোস তেভেজও ইনজুরির কবলে পড়ে ছিটকে গেছেন। অন্যদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে নেইমার দলে ফেরায় সেলেকাওরা যেন আরো বেশি উজ্জীবিত। তাই বলাই বাহুল্য, ঘরের মাঠে তারকা স্ট্রাইকারদের অনুপস্থিতিতে আক্রমণভাগের দুশ্চিন্তায় ভুগবে আর্জেন্টিনা। মেসি-আগুয়েরো-তেভেজের অনুপস্থিতিতে হিগুয়েইন-ডি মারিয়ারা জ্বলে উঠতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! অন্যদিকে, ব্রাজিল শিবিরে তেমন কোনো ইনজুরি সমস্যা নেই।
×