ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে জিবিসি ব্রড ব্যাংকস ক্লিনিক এন্ড নাসিং হোম এর ৭৫ বছর

প্রকাশিত: ২১:২২, ১৩ নভেম্বর ২০১৫

দুর্গাপুরে জিবিসি ব্রড ব্যাংকস ক্লিনিক এন্ড নাসিং হোম এর ৭৫ বছর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(নেত্রকোনা)॥ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে জিবিসি ব্রড ব্যাংকস ক্লিনিক এন্ড নাসিং হোম এর প্লাটিনাম জুবলী উৎসব উদ্যাপিত হয় শুক্রবার। গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন(জিবিসি) এই আদিবাসী অঞ্চলে ১৮৯০ খ্রিঃ বিরিশিরি থেকে খ্রীষ্টধর্ম প্রচার ও মানুষের সেবার উদ্দেশ্যেই যাত্র শুরু করে। পরবর্তীতে ১৯৪০ সনের জিবিসি এর ৫০ বৎসর পূর্তি স্বর্ণ জুবিলি উদ্যাপনের সময় জিবিসি ব্রড ব্যাংকস ক্লিনিক এন্ড নাসিং হোম স্থাপন করেন। এ সময় একজন মানব দরদী দাতা বড় মন্ডলীর পালক ও বিখ্যাত প্রচারক উৎ. ঋ.ড ইড়ৎবযধস এর আর্থিক সাহায্যে সার্বক্ষনিক চিকিৎসা সেবা দানের জন্য জিবিসি ব্রড ব্যাংকস ক্লিনিক এন্ড নাসিং হোম যাত্র শুরু হয়। ৭৫ বৎসর পূর্তিতে প্লাটিনাম জুবলী উদ্যাপন অনুষ্টানে সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির কনভেনর জিবিসি এর সাধারণ সম্পাদক রেভাঃ লিটন ¤্রং। এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যান বিষয়ক মন্ত্রনালয় এর মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এম,পি। অন্যান্য অতিথিবৃন্দের মথ্যে বক্তব্য রাখেন জিবিসি প্রেসিডেন্ট তনয়ানন্দ রেমা, হেলথ কেয়ার বোর্ড এর চেয়ারম্যান পাষ্টার তপন মারাক, জিবিসি হেলথ কেয়ার বোর্ডের ডিরেক্টর মলয় ¤্রং, অনুষ্টানে মোবাইল ফোনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আলাউদ্দিন আল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) মোহাম্মদ মোখলেছুর রহমান। স্মৃতি চারন করেন পুরাতন ষ্টাফ ডিকনেস সেনালিনী কুবি। একই অনুষ্টানে সমাজ কল্যান প্রতিমন্ত্রী ডিজিটাল সিষ্টেমের মাধ্যমে কুল্লাগড়া ইউনিয়নের বামনপাড়া ও মাধবপুর গ্রামের ৬০ টি বাড়ী সহ ৩কিঃমিঃ এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।
×