ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ১৪ নভেম্বর ঝালকাঠিতে বিচারক হত্যার ১০ম বর্ষপূর্তি

প্রকাশিত: ২২:২৯, ১৩ নভেম্বর ২০১৫

আজ ১৪ নভেম্বর ঝালকাঠিতে বিচারক হত্যার ১০ম বর্ষপূর্তি

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ আজ শনিবার ঝালকাঠিতে জেএমবি’র বোমা হামলায় বিচারক হত্যর ১০ম বর্ষ পূর্তি। ২০০৫ সালে এই দিনের সকাল ৯ টায় বাসভবন থেকে আদালতে আসার পথে বোমা হামলায় তৎকালীন ঝালকাঠির সিনিয়র সহকারি জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাড়ে নিহত হয়। বিচারকদের বহনকারী মাইকো বাসটি অপর এক বিচারকের বাসার সামনে দাড়ানো অবস্থায় জেএমবির আত্মঘাতি দলের সদস্য ইফতেখার হাসান আল মামুন বোমা হামলা চালায়। ২ জন বিচারকদের নিহত হওয়ার পাশাপাশি হামলাকারী ইফতেখার হাসান আল মামুন আহত অবস্থায় ধরা পরে। এই ঘটনার পর বিচারকদের স্মৃতি রক্ষার্থে যে সব পদক্ষেপ নেওয়ার দাবি ছিল তা এখনো বাস্তবায়িত হয় নি। এই ঘটনার ১ বছরের মধ্যে বিচারক হত্যা মামলায় ইফতেখার হাসান আল মামুন সহ জেএমবির শীর্ষ নেতা শায়েখ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, আব্দুল আউয়াল ও খালিদ আব্দুল্লাহসহ এই ৬ জনের ফাসিঁ হয়। ঝালকাঠির অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে এদের বিচার হয়।
×