ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাফনদীতে ১৬হাজার ইয়াবা পেয়ে বিজিবিকে হস্তান্তর

প্রকাশিত: ২৩:৪৯, ১৩ নভেম্বর ২০১৫

নাফনদীতে ১৬হাজার ইয়াবা পেয়ে বিজিবিকে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে জেলেরা মাছ ধরার সময় নাফনদীতে ভাসমান ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। টেকনাফ উত্তর জালিয়া পাড়ার মো: শরীফ হোসেন, মেহেদী হাসান ও নূর মোহাম্মদ বৃহস্পতিবার রাতে চৌধুরী পাড়া ট্রানজিট ঘাট সংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে যায়। ওসময় নদীতে ভাসমান একটি পলিথিনের প্যাকেট উদ্ধার করে বিজিবির কাছে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান দেশে আসছে সংবাদে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। ইয়াবা বিক্রেতারা বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে পলিথিনের প্যাকেটটি ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট উদ্ধার করে জেলেরা বিজিবির কাছে হস্তান্তর করে।
×