ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের ফলক উম্মোচন

প্রকাশিত: ০১:১৫, ১৩ নভেম্বর ২০১৫

বাঁশখালীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের ফলক উম্মোচন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ স্বাধীনতার ৪৩ বছর পর নির্মিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মুক্তিযোদ্ধের স্মৃতি স্তম্ভের ফলক উম্মোচন করেছেন স্থানীয় সাংসদ। শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা সদর বাঁশখালী শিশু নিকেতন মাঠ প্রাঙ্গণে নির্মিত স্তম্ভের ফলক উম্মোচন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ বাঁশখালী শাখা এক আলোচনা সভায় আয়োজন করেছে। স্মৃতি স্তম্ভের ফলক উম্মোচন অনুষ্ঠান অধ্যাপক মানিকুল ইসলাম এর সঞ্চালনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সচিব সাব্বির ইকবাল, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধের ডেপুটি কমান্ডার আবদুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামশুজ্জামান, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গিয়াস কামাল চৌধুরী প্রমুখ। স্মৃতি স্তম্ভের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে হলে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করতে হবে। মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান এদেশে স্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযোদ্ধাদের সম্মানে স্মৃতি স্তম্ভের বিকল্প নাই।
×