ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর

প্রকাশিত: ০১:১৭, ১৩ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে লক্ষ্মী মন্দিরের প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের কোটগাঁও গ্রামের কৈপত্যপাড়া শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির কমিটির সভাপতি নগেন দাস জানান, কোটগাঁও গ্রামের মিসেস মম বৃহস্পতিবার রাত পৌনে ১টায় প্রকৃতির ডাকে সারা দিতে গেলে ঘরের পাশের মন্দিরের প্রতিমার হাত-মাথা ভেঙে পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি আমাকে জানালে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। নগেন দাস আরও বলেন, কয়েকদিন আগে লক্ষীপূজা শেষ হয়েছে। এরই মধ্যে এ প্রতিমাগুলো ভেঙ্গে ফেলল। এখন আবার নতুন করে প্রতিমা তৈরী করতে হবে প্রতিদিন পূজা করার জন্য। এদিকে প্রতিমা ভাঙচুরের ঘটনা এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এড. শমরেশ নাথ ও সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ডাঃ রনবীর ঘোষ। ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান,দোষীদের ধরর চেষ্টা চলছে।
×