ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নকলের অভিযোগ : লক্ষ্মীপুরে ১০শিক্ষার্থী ও ৬শিক্ষক বহিস্কার

প্রকাশিত: ০২:৪০, ১৩ নভেম্বর ২০১৫

নকলের অভিযোগ : লক্ষ্মীপুরে ১০শিক্ষার্থী ও ৬শিক্ষক বহিস্কার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষা চলাকালে নকল করায় ১০ পরীক্ষার্থীকে ও নকলে সহযোগীতার অভিযোগে ছয় শিক্ষককে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে তাদেরকে বহিস্কার করা হয়। কেন্দ্র পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান ওই শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন। বহিস্কৃত শিক্ষকরা হচ্ছেন, লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের কেন্দ্র সুপার আমির হোসেন, সচিব সালেহা খাতুন, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, কাজি মুনসুর রশিদ, হাসিনা আক্তার, মুশফিকুর রহমান। এ ছাড়াও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনে ৭জন ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৩জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান, নকল করায় দুই কেন্দ্রে দশ পরীক্ষার্থী ও নকলে সহযোগিতা করায় একটি কেন্দ্রে ৬শিক্ষককে বহিস্কার করা হয়।
×