ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউরোর বল উন্মোচন

প্রকাশিত: ০২:৪৬, ১৩ নভেম্বর ২০১৫

ইউরোর বল উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ ইউরোর আসর বসছে ফ্রান্সে। বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপুর্ণ এই টুর্নামেন্টের অফিসিয়াল বল ‘বিউ জেউ’র (দ্য বিউটিফুল গেম) আত্মপ্রকাশ হল জিনেদিন জিদানের হাতে। ফরাসি কিংবদন্তি জিদান ছাড়াও প্যারিসের ফিউচার এ্যারিনার স্টেডিয়ামের বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিলেন জাভি হার্নান্দে ও পার মার্টেসকার। আগামী ১৫ নবেম্বর পর্যন্ত ফিউচার এ্যারিনার দরজা খোলা থাকবে সাধারণের জন্য। যাতে এসে তাঁরা বল দেখতে পারেন। দেড় বছর ধরে এই বলটিকে তৈরি করেছে এ্যাডিডাস। আয়োজক দেশ ফ্রান্সের জাতীয় পতাকার রঙই ফুটে উঠেছে বলের ডিজাইনে। সাদা-লাল-নীলে দুর্দান্ত দেখতে বলটি। এই প্রথমবার ইউরোর নকআউট পর্বের ম্যাচে এমনকি অনান্য ম্যাচেও আলাদা বল ব্যবহার করা হচ্ছে। গত বিশ্বকাপের ব্রাজুকা বলটাকেই আরও উন্নত করে এটা বানানো হয়েছে। চলতি মাসের শেষেই ইউরোতে অংশ নেওয়া প্রতিটি দেশের কাছে এই বল চলে যাবে। যাতে তারা এই বলে খেলে নিজেদের অভ্যস্ত করে তুলতে পারেন। আগামী ছয় মাস এই বলেই তারা অনুশীলণ করে নিজেদের প্রস্তুত করবে। রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেল এই বল দিয়ে আগেই খেলেছেন। বল সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি লং শট নিয়েছি, পাস করেছি। বলের পেস দুর্দান্ত। অসাধারণ পারফরম্যান্স বিউ জেউর।’
×