ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানুষ মানুষের জন্য

মতিঝিল মডেলের মেধাবী ছাত্র তাশরিফকে বাঁচাতে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫১, ১৪ নভেম্বর ২০১৫

মতিঝিল মডেলের মেধাবী ছাত্র তাশরিফকে বাঁচাতে সহায়তা  দিন

স্টাফ রিপোর্টার ॥ মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র আহসান হাবিব তাশরিফের (১১) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। গত ২০০৬ সাল থেকে সে রক্তশূন্যতাজনিত রোগে ভুগছে। জরুরী ভিত্তিতে বোনম্যারো প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। শিশুটির পিতা মোঃ আজাদ ভূঞা স্বল্প বেতনের চাকরি করেন। তিনি একজন পুলিশ সদস্য। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। চিকিৎসার পেছনে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়ে গেছে। টাকার অভাবে বর্তমানে শিশুটির উন্নত চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিশু আহসান হাবিবের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৪০৫৭৪৯৩৯ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মোঃ আজাদ ভ্্্্্্ূঞা, ডাচবাংলা ব্যাংক লি:, মতিঝিল শাখা, ঢাকা, হিসাব নং -১০৫১০১৪৯৪৭৮৪। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×