ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিটামিন এ প্লাস ক্যাম্পেন শুরু শিশুদের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে সরকার কাজ করছে ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ নভেম্বর ২০১৫

ভিটামিন এ প্লাস ক্যাম্পেন শুরু  শিশুদের সুন্দর ভবিষ্যত  গড়ে তুলতে সরকার  কাজ করছে ॥ রাষ্ট্রপতি

বিডিনিউজ ॥ ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেনের’ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ছয় শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেনের উদ্বোধন করেন তিনি। শনিবার প্রায় দুই কোটি ১৪ লাখ শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুষ্ঠানে রাষ্ট্র্র্রপতি বলেন, আমাদের মনে রাখতে হবে শিশুরাই দেশের ভবিষ্যত। তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে সফল করতে পারলে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারব। আবদুল হামিদ বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং অন্যদেরও নিয়ে আসতে উৎসাহিত করুন। বঙ্গভবনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ।
×