ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মীর মশাররফের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ নভেম্বর ২০১৫

মীর মশাররফের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ১৩ নবেম্বর ॥ বিষাদ সিন্ধুর অমর রচয়িতা কথাসাহিত্যিক, উপন্যাসিক মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে তার সমাধিস্থল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলা একাডেমির উদ্যোগে জেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, ছাত্রছাত্রীরা মীর মশাররফ হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। মূল প্রবন্ধ পাঠ করেন ড. সৈয়দ জামিল আহমেদ। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান, ড. ফকীর আব্দুর রশিদ, অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ, কামরুল হাসান, ভরেন্দ্র নাথ বিশ^াস, অধ্যক্ষ গোলাম মোস্তফা। বক্তারা বলেন, উনিশ শতকের বাংলা সাহিত্যে তাঁর লেখনী বিস্ময়কর। সর্বোপরি তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল লেখক।
×