ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় ঝুঁকি নিয়ে ক্লাস

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ নভেম্বর ২০১৫

কলাপাড়ায় ঝুঁকি নিয়ে ক্লাস

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৩ নবেম্বর ॥ বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনটির বেহাল দশা। যে কোন সময় ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। কোন উপায় না থাকায় পরিত্যক্ত ভবনেই শিক্ষকরা পাঠদানের কার্যক্রম চালাচ্ছেন। ভবনের পিলারগুলোর পলেস্তরা ধসে রড বের হয়ে গেছে। ছাদের পলেস্তরা খসে পড়েছে। ফ্লোর দেবে গেছে। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পানি পড়ে। অনেক কক্ষের জানালা নেই। ধসে পড়ার আতঙ্ক নিয়ে এ ভবনটিতে ১৯৫ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষক-অভিভাবক বহুবার উপজেলা শিক্ষা প্রশাসনের কাছে বলেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জানা গেছে, ১৯৯৫ সালে নির্মিত একতলা ভবনটিতে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাসসহ দাফতরিক কার্যক্রম চলছে। বিদ্যালয় ভবনের ঝুঁকি বিবেচনায় চারটি মাস বেড়িবাঁধের বাইরে বিদ্যালয়ের অদূরে পক্ষিয়াপারায় কারিতাস নির্মিত রাখাইনদের কমিউনিটি সেন্টারের নিচতলায় প্রথম থেকে তৃতীয় শ্রণীর শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। কিন্তু তাও ডিসেম্বরে ছেড়ে দিতে হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি টেনথ্যান রাখাইন জানান, কারিতাসের ট্রেনিং প্রোগ্রাম চালু হওয়ার কারণে ভবনটি ছেড়ে দিতে হচ্ছে। তাদের সঙ্গে লিখিত চুক্তিও শেষ হয়ে যাচ্ছে। ফলে অভিভাবকরা পড়েছেন উৎকণ্ঠায়।
×