ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নবান্ন উৎসব

প্রকাশিত: ০৬:০৬, ১৪ নভেম্বর ২০১৫

নবান্ন উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ হেমন্ত এলেই দিগন্ত জোড়া প্রকৃতি ছেয়ে যায় হলুদ-সবুজ রঙে। এই শোভা দেখে কৃষকের মন আনন্দে ভাসতে থাকে। কারণ, কৃষকের ঘর ভরে উঠবে গোলা ভরা ধানে। কার্তিকের শেষ বিকেল অগ্রহায়ণের শুরু । অগ্রহায়ণের শুরুতেই চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। আজ ৩০ কার্তিক, ১৪ নবেম্বর নবান্ন উৎসবকে পালন করতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে স্যাটেলাইট চ্যানেল আরটিভি। সকাল থেকে শুরু হবে নবান্নের গান দিয়ে। শিবলী জিয়ার প্রযোজনায় সকাল ৭-৩০ মিনিটে নবান্ন সঙ্গীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার, অলোক সেন, অনিমা রায় ও উপস্থাপনা করবেন অনুপমা মুক্তি। বিকেল ৫টায় সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় গাইবেন রিংকু, সালমা ও আঁখি আলমগীর। অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে আরটিভিতে। এছাড়াও অনুষ্ঠানে থাকবে নৃত্য। নৃত্য পরিবেশন করবেন নাদিয়া, মেহজাবিন ও তানজিন তিশা। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে বিকেল ৫টায়।
×