ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্মিত হলো খণ্ড নাটক ‘আকাক্সক্ষা’

প্রকাশিত: ০৬:০৬, ১৪ নভেম্বর ২০১৫

নির্মিত হলো খণ্ড নাটক ‘আকাক্সক্ষা’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হলো বিশেষ নাটক ‘আকাক্সক্ষা’। নাটকটি রচনা করেছেন নূর মোহাম্মদ, পরিচালনা করেছেন ফিরেজ আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, মিনু মমতাজ, রাজ্য, ছোঁয়া মণি, ডাঃ আবুল হোসেন, রিয়া, রাজা হাছান, রুহুল আমিন রিয়াজ, শিকদার, সুমন, বাদল, সুরুজ প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে আজিজ একজন গ্রামের এক সময়কার তুখোড় যাত্রা অভিনেতা। যাত্রাই তার ধ্যান সাধনা। যাত্রা করতে গিয়েই সে আজ নিঃস্ব। অভিনয় ছাড়া আর কোন কাজই শিখেনি সে। এখন আর যাত্রাপালা নেই, তাই গ্রামের লোকজনকে যাত্রার ডায়লগ শুনিয়েই সময় কাটে তার। এতে গ্রামের লোকগুলো তার ওপর বিরক্ত। বিরক্ত তার বউ মমতা। আজিজের অভিনয়ে মুগ্ধ হয়ে তার হাত ধরে তার ঘরে এসে ছিল মমতা। বিনিময়ে জোটেনি দু’বেলা দু’মুঠো ভাত। মেয়ে রিমুকে বিয়ে দিতে হবে এ নিয়ে আজিজের কোন ভাবনাই নেই। একদিন খবরের কাগজে নতুন মুখের সন্ধানে অভিনেতা নিভে দেখতে পায়। সেভাবে তার স্বপ্ন পূরণের হাতিয়ার হবে ছেলে সাজু। সাজুকে সে ঢাকা পাঠাতে চাইলে সাজুর প্রেমিকা সাথীর বাবা শিকদার বাধা হয়ে দাঁড়ায়।
×