ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশিত: ০৬:০৭, ১৪ নভেম্বর ২০১৫

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ  বিষয়ক শিল্পকর্ম প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ সামরিক জাদুঘর প্রাঙ্গণে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশের শিল্পীদের অংশগ্রহণে মাসব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। এ আয়োজনের বিষয়বস্তু ধরা হয়েছে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’। আগামী ১ ডিসেম্বর সামরিক জাদুঘরে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন। এছাড়া বর্তমানে সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী, উর্ধতন কর্মকর্তা, বিদেশী ডিপ্লোম্যাট, উর্ধতন সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিষয়ের গণমাণ্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহী শিল্পীদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক শিল্পকর্ম জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। শিল্পকর্ম জমা নেয়া হবে আগামী কাল ১৫ নবেম্বর পর্যন্ত। মাসব্যাপী প্রদর্শনীতে প্রতিদিন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। এ প্রসঙ্গে আয়োজকদের অন্যতম শিল্পী কুয়াশা বিন্দু বলেন, প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক এক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি। সময়টা অল্প। কিন্তু সবার সহোযোগিতা পেলে শহীদ প্রাণের কিছুটা প্রচার, মূল্যায়ন, ধারণ করা সম্ভব। মুক্তিযুদ্ধ বিষয় বস্তু দিয়ে শিল্পীদের চিন্তা চেতনার কর্ম, দেশ-বিদেশের লাখ লাখ কোটি মানুষদের দেখা এবং কেনার সুযোগ থাকবে বলে জানান তিনি। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্টদের সযোগিতা কামনা করেন তিনি। আগ্রহীদের প্রয়োজনে শুঁধংযধধৎঃরংঃ@মসধরষ.পড়স অথবা ০১৭১৬১৯৯৪৩৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
×