ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৌশলগত সিনজার শহর আইএসের কাছ থেকে পুনর্দখল করল কুর্দিরা

প্রকাশিত: ০৬:১০, ১৪ নভেম্বর ২০১৫

কৌশলগত সিনজার শহর আইএসের  কাছ থেকে পুনর্দখল  করল কুর্দিরা

ইরাকী কুর্দি বাহিনী মার্কিন বিমানবাহিনীর সহায়তায় শুক্রবার উত্তরাঞ্চলীয় সিনজার শহরে প্রবেশ করেছে। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে এটি কুর্দি বাহিনীর এক বড় অগ্রাভিযান হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসি অনলাইনের। কুর্দি পেশমেরগা বাহিনী শুক্রবার হেঁটে সিনজার শহরে প্রবেশ করেছে। শহরটির বাড়িঘর ও দোকানপাট বেশিরভাগ এখন বিধ্বস্ত। জিহাদী গ্রুপটির কাছ থেকে শহরের পুনর্দখল নেয়ার জন্য বৃহস্পতিবার কুর্দি বাহিনী মার্কিন বাহিনীর সহায়তায় সেখানে অভিযান শুরু করেছিল। সিরিয়া থেকে সিনজার পর্যন্ত আইএসের রসদ সরবরাহ লাইন বন্ধ করে দিয়ে কুর্দিরা আইএসকে ওই নগরীতে অবরুদ্ধ করে ফেলেছিল। সিনজার ছিল আইএসের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা পর্যন্ত ঘোষিত খেলাফতেরও অন্যকেন্দ্র ছিল সিনজার। সিনজার দখল করে সংখ্যালঘু ইয়াজিদিদের ওপর নির্যাতন শুরু করেছিল আইএস। সে কারণে শহরটি পুনর্দখলকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী বিজয় হিসেবে। অভিযানে মার্কিন বিমানবাহিনী যে কুর্দি বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করেছে সে কথা অনেকটা নজিরবিহীন পেন্টাগনের কর্মকর্তারা স্বীকার করেছেন।
×