ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনের কৃত্রিম দ্বীপের কাছে মার্কিন বোমারু বিমানের টহল

প্রকাশিত: ০৬:১০, ১৪ নভেম্বর ২০১৫

চীনের কৃত্রিম দ্বীপের কাছে মার্কিন বোমারু বিমানের টহল

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের কৃত্রিম দ্বীপের কাছ দিয়ে দুটি মার্কিন বি-ফিফটি টু বোমারু বিমান উড়ে গেছে। পেন্টাগণ একথা বলেছে। খবর বিবিসি অনলাইনের। চীনের পক্ষ থেকে সতর্ক করা সত্ত্বেও বিমানগুলোর মিশন অব্যাহত থাকে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহে এক শীর্ষ বৈঠকে যোগদানের জন্য ম্যানিলা যাচ্ছেন এবং তার এ সফরকে সামনে রেখে বোমারু বিমানের উড্ডয়ন ঘটনা ঘটলো। চীনের প্রেসিডেন্ট জি জিনপিংও ম্যানিলা শীর্ষ বৈঠকে যোগ দেবেন। চীন সাগরের বিতর্কিত এলাকায় কৃত্রিম দ্বীপ নির্মাণ করে প্রতিবেশীদের সঙ্গে আঞ্চলিক নৌ-বিরোধে জড়িয়ে পড়েছে। চীন এ সম্পদ সমৃদ্ধ বিশাল এলাকা নিজেদের বলে দাবি করে আসছে এবং আগ্রাসীভাবে কৃত্রিম দ্বীপ নির্মাণ করে সেখানে স্থাপনা গড়ে তুলছে। এ উদ্যোগে বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র এবং এ অঞ্চলের অন্যান্য দেশ। যুক্তরাষ্ট্র বলেছেÑ তাদের পরিকল্পনা হচ্ছে, সাগরে নৌচলাচলের স্বাধীনতার নীতির প্রতি সমর্থন প্রকাশ করা। পেন্টাগণেও মুখপাত্র বিল আরবেন বলেছেন, দক্ষিণ চীন সাগরে রবিবার অনুষ্ঠিত মার্কিন টহল ছিল এক রুটিন মিশন। পেন্টাগণ বলেছে, বি-ফিফটি টু বিমান দ্বীপে চীন দাবিকৃত এলাকা দিয়ে উড়ে যায়নি। বিল আরবান সাংাদিকদের বলেছেন যে, বিমানগুলো ১২ নটিক্যাল মাইলের ভেতরে কখনও যায়নি। তা সত্ত্বেও দু’বার সতর্কতা উচ্চারণ করা হয়েছে চীনা এলাকা থেকে। তিনি বলেন, দুটো বিমানই নির্বিঘেœ তাদের মিশন চালিয়েছে এবং আন্তর্জাতিক আইন মেনেই চালানো হয়েছে।
×