ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন গ্রহটি পৃথিবীর কাছেই

প্রকাশিত: ০৬:১১, ১৪ নভেম্বর ২০১৫

নতুন গ্রহটি পৃথিবীর কাছেই

হার্ভার্ডের জ্যেতির্বিজ্ঞানীরা সম্প্রতি যে গ্রহটি আবিষ্কার করেছেন তা পৃথিবীর বেশ কাছেই। হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর এ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা সম্প্রতি ৩৯ আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন। গৃহটির নাম জিজে১১৩২বি, এটি আকারে পৃথিবীর দেড়গুণ বড়। গড় তাপমাত্রা ২২৬ ডিগ্রী সেলসিয়াস। গবেষক দলের সদস্য পল ডিলেনি বলেছেন, গৃহটি পৃথিবীর কাছেই। কারণ আমরা যে ছায়াপথে আছি তার পাশের ছায়াপথে এর অবস্থান। Ñসিটিভি অনলাইন
×